ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জায়গায় এ টহল অব্যাহত ছিল৷ পরে উপজেলার পাম্পের মোরে অবস্থান নেয়।
টহলের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশরাফুল ইসলাম।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট, থানাহাট ইউনিয়নের সবুজপাড়া, কলেজমোড়, পাম্প মোড় ও রমনা ইউনিয়নের শরিফেরহাট জোড়গাছ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে নজরদারি করা হয়।
পুলিশ জানিয়েছেন, পুলিশ লাইন্স কুড়িগ্রাম ও থানা পুলিশের সমন্বয়ে ওসি আশরাফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিশেষ জায়গায় এগুলো নজরদারি করা হচ্ছে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশরাফুল ইসলাম বলেন, বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে পুলিশ এই নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এছাড়াও যে মামলাটি হয়েছে, সে মামলায় আসামিদের গ্রেপ্তারে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আব্দুল বারি সরকারকে আহ্বায়ক ও আবু হানিফা কে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এই কমিটি বাতিল দাবী করে ওই দুপুরেই বিক্ষোভ মিছিল করেন বিএনপির একাংশ এবং ওই দিন রাতেই মশাল মিছিল কমিটি বাতিলের দাবি জানান নেতাকর্মীরা। মশাল মিছিলের পর পরই উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে মারধরের ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এঘটনায় একটি মামলা নথিভুক্ত হয়েছে চিলমারী মডেল থানায়।