Friday, May 2, 2025
Homeকুড়িগ্রামচিলমারীতে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪০

চিলমারীতে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪০

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। গত সোম ও মঙ্গলবার দুদিনে এ ঘটনা ঘটে। আহতের বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক কর্মকর্তা সুমাইয়া সাবরিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত বিজু মিয়া (১২), মাহমুদা বেগম (৩৫), সামিউল (১০), সজিব রানা (২৪), সায়মা (১০), আলামিন (৯), তানজিরুল (১৮), মঞ্জুরুল (২০), রাসেল মিয়া (২৫), আশিক (২৪), হোসাইন (২১), রহিমা বেগম (৩০), সিফাত (২), আফরিনা খাতুন (৫), সাজিদসহ (৮) ৪০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

উপজেলার থানাহাট, রমনা মডেল ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ের ঘটনা ঘটে। থানাহাট ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা জিয়াউর রহমান জিয়া বলেন, সোমবার সন্ধ্যার পর বালাবাড়ীহাট এলাকার দিক থেকে আসা একটি পাগলা কুকুর পথে যাকে পায় তাকেই কামড় দেয়।

একই ইউনিয়নের বালাবাড়ী হাট এলাকার জয়নাল হক, আমিনুল ইসলাম আজাদুল ইসলামসহ অনেকে বলেন হঠাৎ করে পাগলা কুকুরের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে ব্যবস্থা না নিলে বড় ধরনের ঘটনা ঘটতে পারে।

উলিপুর উপজেলার বতবপুর ইউনিয়ন থেকে আসা কুকুরের কামড়ে আহত হোসাইন মিয়া বলেন, সোমবার সন্ধ্যার দিকে আদর্শ বাজার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড়ে আসলে হঠাৎ একটি কুকুর কামড় দেয়। হাসপাতালে গেলে প্রতিষেধক না থাকায় পরে ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দেয় চিকিৎসক। বাইরে থেকে কিনতে হয়েছে। এখন যে অবস্থা হাসপাতালে প্রতিষেধক থাকা দরকার।

চিকিৎসক সুমাইয়া সাবরিন বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে কুকুরের কামড়ে আহত বিভিন্ন বয়সের ৪০ রোগী হাসপাতালে এসেছিল। পর্যাপ্ত প্রতিষেধক (ভ্যাকসিন) না থাকায় আমরা ২৩ জনকে ভ্যাকসিন দিতে পেরেছি। বাকিদের প্রথম ডোজ বাইরে থেকে কিনতে বলা হয়েছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নঈম উদ্দিন বলেন, কুকুরটি ধরতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে জানানো হয়েছে। কুকুরের খোঁজ পাওয়া মাত্র প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের বলা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর