Sunday, May 4, 2025
Homeকুড়িগ্রামচিলমারীতে দুষ্কৃতকারীর অস্ত্রের আঘাতে সাবেক ইউপি সদস্য গুরুতর আহত

চিলমারীতে দুষ্কৃতকারীর অস্ত্রের আঘাতে সাবেক ইউপি সদস্য গুরুতর আহত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ধান ক্ষেত দেখে বাড়ী ফেরার পথে সাবেক ইউপি সদস্যকে মারধর করে হাত-পা ভেঙ্গে দিয়েছে দুষ্কৃতিকারী এক পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার পাত্রখাতা খন্দকারপাড়া এলাকায়। আহত ওই ইউপি সদস্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার রমনা ইউনিয়নাধীন পাত্রখাতা খন্দকারপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য মো.রেজাউল ইসলাম আঞ্জু’র সাথে প্রতিবেশী হামিদুল ইসলামের পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার দুপুর ১২টার দিকে রেজাউল ইসলাম বাড়ীর পাশ্ববর্তী খয়বর আলী মেম্বারের বাড়ী সংলগ্ন আবাদী ধানক্ষেত দেখে বাড়ী ফেরার পথে হামিদুল ইসলামের স্ত্রী হেলেনা বেগম(৪২) ও তার ছেলে হিমেল মিয়া (২২)এবং রিয়াদ মিয়া (২০), তাদের বসত বাড়ী সংলগ্ন কাচা রাস্তায় বাঁশের লাঠি, লোহার রড,পাইপ,ধারালো ছোরা নিয়ে পথরোধ করে মারধর করতে থাকে। তাদের অস্ত্রের আঘাতে ইউপি সদস্য রেজাউল ইসলামের বাম হাতের দুই জায়গা,ডান পায়ের হাটুর নিচ এবং ডান হাতের আঙ্গুল ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে ভর্তি করান। অবস্থার বেগতিক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে চিলমারী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজিব বলেন,অভিযোগ পেয়েছি আসামী ধরার চেষ্টা চলছে।
Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর