Thursday, July 31, 2025
Homeকুড়িগ্রামচিলমারীতে প্রশাসনের নোটিশ উপেক্ষা করে অবৈধ তেল বিক্রি অব্যাহত

চিলমারীতে প্রশাসনের নোটিশ উপেক্ষা করে অবৈধ তেল বিক্রি অব্যাহত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাটিকাটার মোড়ের পাশে অবস্থিত মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্স ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করে আসছে। স্থানীয় ও সরকারি নিষেধাজ্ঞা ও নোটিশ উপেক্ষা করেও তারা তেল বিক্রি চালিয়ে যাচ্ছেন।

কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের পাশে মেসার্স সাগর ফিলিং স্টেশন ও এলপিজি গ্যাস স্টেশন থাকা সত্ত্বেও প্রায় ১০০ মিটার দূরে অবৈধ মিনি পাম্প পরিচালনা করছে এই প্রতিষ্ঠান। গত ২০২৩ সালের ২০ নভেম্বর যমুনা, পদ্মা ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের কর্মকর্তারা তদন্ত করে জেলা প্রশাসক বরাবর আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।

২০২৪ সালের ২৫ জানুয়ারি কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক কামরুল হাসান সরেজমিনে তদন্ত করে ‘বৈধ কাগজপত্র না থাকার পাশাপাশি জননিরাপত্তার ঝুঁকি রয়েছে’ উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেন। এরপর ৩১ মার্চ জেলা প্রশাসকের পক্ষ থেকে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ শাখার সহকারী কমিশনার মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্সকে তেল মজুদ ও বিক্রি বন্ধের নির্দেশ দেন।

তবু, নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি ইলেকট্রিক মোটর, ডিসপেনসার মেশিন এবং ড্রাম-চোঙা দিয়ে অবৈধ তেল বিক্রি অব্যাহত রেখেছে।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের উদ্যোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ১৭ জুলাই ২০২৫ সালে প্রশাসকের কার্যালয় থেকে একটি নির্দেশিকা জারি করা হয় অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধের জন্য। কিন্তু তার পরও প্রতিষ্ঠানটি তেল বিক্রি চালিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম সাদ্দাম বলেন, “এটি কোনো বৈধ পাম্প নয়, অনুমতিও সন্দেহজনক। প্রশাসন সরেজমিনে এসে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিক, নয়তো আমরা সবাই ঝুঁকিতে থাকব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, “আমার কাছে এখনো নোটিশ আসেনি, আজকে এক সাংবাদিকের মাধ্যমে পেয়েছি। দ্রুত অভিযুক্তকে নোটিশ দেওয়া হবে।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর