Friday, May 2, 2025
Homeকুড়িগ্রামচিলমারীতে ফুলের মালা পড়িয়ে স্কুলে ফিরিয়ে নিলো পদত্যাগ দাবী করা সেই প্রধান...

চিলমারীতে ফুলের মালা পড়িয়ে স্কুলে ফিরিয়ে নিলো পদত্যাগ দাবী করা সেই প্রধান শিক্ষককে

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

পথ পরিবর্তনের পর সারাদেশে ছাত্র আন্দোলনের তোপের মূখে পড়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।তবে এবার দেখা গেছে ভিন্ন দৃশ্য,পদত্যাগ দাবি করা সেই প্রধান শিক্ষককে নিজ প্রতিষ্ঠানে ফিরিয়ে এনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বরণ করে নিলেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার শরিফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউককে ফুলের মালা পরিরে বরণ করে নেয় শিক্ষার্থীরা।

জানা গেছে,দেশে গণঅভ্যুত্থান পরবর্তী গত ১-৩সেপ্টেম্বর তারিখে উপজেলার শরীফেরহাট

এমইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ এর পদত্যাগের দাবীতে আন্দোলন গড়ে তোলে বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ওই শিক্ষক কর্তৃপক্ষের নিকট ছুটি নিয়ে প্রতিষ্ঠানের বাইরে থাকেন।নিজেদের ভুল বুঝতে পেরে মঙ্গলবার (২২অক্টোবর) সকালে বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী উপজেলার সরকারপাড়া এলাকায় প্রধান শিক্ষক আব্দুর রউফের বাড়িতে যায়। সেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সাধারণ শিক্ষার্থীরা।এরপর প্রায় ১৫টি অটোরিক্সা যোগে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রধান শিক্ষককে নিজ প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে যান। সেখানে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থী ও সাধারন শিক্ষকগন। এসময় বিভিন্ন শ্রেনীতে পড়–য়া হোসাইন,মনিরুজ্জামা, মিজান, ফেরদৌস, ইশা, আবিদা সুলতানা, মিতাসহ অনেকে জানায়,আমরা স্যারের বিরুদ্ধে আন্দোলন করে ভুল করেছি। আমাদের ভুল বুঝতে পেরে হেড স্যারকে স্কুলে ফিরিয়ে নিতে এসেছি।

প্রধান শিক্ষক আব্দুর রউফ জানান,আমাকে আমার প্রিয় শিক্ষার্থীরা যে সম্মান দেখিয়েছে তা ভুলবার নয়। কোমলমতি শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পেরে আমাকে বাড়ী থেকে স্কুলে নিয়ে আসে। তারা আমাকে দু’দফায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছে।

শিক্ষার্থীদের নিকট থেকে এর চেয়ে বেশী কিছু চাওয়ার নেই। তিনি আরও বলেন,কোমলমতি শিক্ষার্থীরা ভুল বুঝে আমার বিরুদ্ধে আন্দোলন করেছিল।

সময়ের ব্যাবধানে তাদের ভুল তারা বুঝতে পেরেছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর