রুবেল মিয়া, (চিলমারী) কুড়িগ্রাম প্রতিনিধিঃ
একে অপরের হাত রাখি’ মানবতার মাধ্যমে সমাজ গড়ি’ এই স্লোগান কে সামনে রেখে, কুড়িগ্রামের চিলমারীতে মন ফাউন্ডেশন’র পরিচিতি সভা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রমনা ইউনিয়নের খরখরিয়া ভট্টাপাড়া পুরাতন স্কুল মাঠে ফাউন্ডেশনের আয়োজনে, কমিটির পরিচিতি সভা ও ১৬ জন অসহায় পরিবারের মাঝে পাঁচ কেজি চাল ও দুইটি করে সাবান বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা মোঃ সাজেদুল ইসলাম শাহীন, সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আতিকুর রহমান লিমন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মাহবুবার রহমান, সাংবাদিক মোঃ ফাহিমদুল ইসলাম বুলেট ,অর্নিবাণ ক্লাবের সভাপতি মোঃ রায়হান আলী, সংগঠক মোঃ মিনাল হক প্রমুখ।
লেটারির মাধ্যমে অসহায় মোছাঃ আমিরন বেগম কে স্বাবলম্বী করার লক্ষে একটি ছাগল দেওয়া হয়। ছাগল টি পেয়ে আমিরন বেগম অনেক খুশি হন।
পরিচিতি সভা ও ত্রাণ বিতরণ শেষে সংগঠনটির অফিস উদ্বোধন করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আতিকুর রহমান লিমন বলেন, আমাদের এই কার্যক্রম কেমন মাত্র শুরু হয়েছে ।আশা করি আপনাদের সহযোগিতায় সামনে আরো এর চেয়ে ভালো কাজ করবো ইনশাআল্লাহ।আপনারা আমাদের সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া করবেন যেন আমরা অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়াতে পারি।
উক্ত পরিচিতি সভাও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ নুর জামাল ইসলাম।
Facebook Comments Box