Thursday, May 8, 2025
Homeসারাদেশছাদ উড়ে যাওয়া সেই বাসের চালক গ্রেপ্তার

ছাদ উড়ে যাওয়া সেই বাসের চালক গ্রেপ্তার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজঃ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দুর্ঘটনায় ছাদ উড়ে যাওয়া বাসের চালককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাত ৯ টার দিকে সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাস চালকের নাম মো. শহীদুল শেখ (৩০)। তিনি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের ফজলু শেখের ছেলে।

আজ বুধবার সকালে র‍্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৭ এপ্রিল রাত ৮টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে ৬০ যাত্রী নিয়ে বরিশাল এক্সপ্রেসওয়ের একটি বাস বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকার এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়। এতে অন্তত ৫ যাত্রী আহত হন। ছাদ উড়ে গেলেও বাস না থামিয়ে অন্তত ৫ কিলোমিটার পথ যান চালক। পরে যাত্রীদের চাপের মুখে গাড়ি থামিয়ে পালিয়ে যান চালক। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়।

এ ঘটনায় পরদিন শ্রীনগর উপজেলার হাইওয়ে থানায় অজ্ঞাতপরিচয় বাসমালিক, চালক ও তার সহকারীর বিরুদ্ধে মামলা হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর