Tuesday, July 1, 2025
Homeপঞ্চগড়জমি ছাড়তে নারাজ দখলদাররা, প্রশাসনের কঠোরতায় উদ্ধার হলো মসজিদের সম্পত্তি

জমি ছাড়তে নারাজ দখলদাররা, প্রশাসনের কঠোরতায় উদ্ধার হলো মসজিদের সম্পত্তি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলার জামাদার পাড়া গ্রামে দীর্ঘদিন দখলে থাকা একটি মসজিদের রেকর্ডভুক্ত ১২ শতক খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে নির্মিত দুটি বসতবাড়ি ও পাঁচটি কাঁচাঘর উচ্ছেদ করা হয়। অভিযানে পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহায়তা ছিল।

ভূমি অফিস জানায়, মৃত তফিজ উদ্দিনের তিন পুত্র দীর্ঘদিন ধরে মসজিদের জমিটি দখল করে বসবাস করছিলেন। একাধিকবার নোটিশ, স্থানীয় সালিশ ও অনুরোধেও জমি ছাড়েননি তারা।

পরিস্থিতি বিবেচনায় মসজিদ কমিটি ও এলাকাবাসীর আবেদনের ভিত্তিতে তদন্ত শেষে প্রশাসন আইনগত ব্যবস্থা নেয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি বলেন, “জমিটি মসজিদের নামে রেকর্ডভুক্ত। সরকারি নির্দেশনা অনুযায়ী এটি উদ্ধার করা হয়েছে।”

জমি উদ্ধার হওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর