Home দিনাজপুর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খানসামায় বৃক্ষরোপণ অভিযান, এক দিনে ৪২ হাজার গাছ রোপণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খানসামায় বৃক্ষরোপণ অভিযান, এক দিনে ৪২ হাজার গাছ রোপণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খানসামায় বৃক্ষরোপণ অভিযান, এক দিনে ৪২ হাজার গাছ রোপণ

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
“গাছ লাগান, পরিবেশ বাঁচান” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খানসামা উপজেলার ছয়টি ইউনিয়নে একযোগে ৪২ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।

জানা গেছে, জেলায় চলমান ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ উপজেলায় ৪২ হাজার গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রতিটি ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৭ হাজার করে চারা রোপণ করা হয়। দিনব্যাপী চলা এই কর্মসূচিতে ইউএনও-এর নেতৃত্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা বাড়বে। তাই জেলা প্রশাসনের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এখন গাছগুলোর পরিচর্যায় স্থানীয় জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।”

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই মহতী উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানান।

ছবির ক্যাপশন: খানসামায় একদিনেই ৪২ হাজার গাছ রোপন কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here