Sunday, July 6, 2025
Homeদিনাজপুরজাতীয় নির্বাচনকে ঠেলে স্থানীয় নির্বাচন দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে...

জাতীয় নির্বাচনকে ঠেলে স্থানীয় নির্বাচন দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে : ডা. এ জেড এম জাহিদ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
জাতীয় নির্বাচনকে ঠেলে স্থানীয় নির্বাচন দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ (রোববার, ৬ জুলাই) বিকেলে হিলি-হাকিমপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনকে ঠেলে স্থানীয় নির্বাচন দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে। ২৪ এর জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা রক্ত দিয়েছে শুধু স্থানীয় নির্বাচনের জন্য না, দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য।’

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘পাশের দেশ ফারাক্কা বাঁধ দিয়ে পানি আটকে রেখে উত্তরাঞ্চলকে মরুভূমিতে রূপান্তরিত করতে চায়। তাই পানি পেতে হলে বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে।’

তিনি বলেন, ‘সংস্কার নিয়ে যারা কথা বলেন তাদের বলতে চাই সংস্কারের মধ্য দিয়েই বিএনপি রাজনীতি করে। আপনারা যে প্রস্তাব এখন দিচ্ছেন বিএনপি তা বহু আগে দিয়েছে। কাজেই বিএনপিকে সংস্কার শিখাতে আসবেন না।’

তিনি আরো বলেন, ‘যারা বিএনপির সমালোচনা করেন, তারা সমালোচনা না করে ঐক্যবদ্ধ হোন, ঐক্যবদ্ধ জাতি ৫ আগস্ট তৈরি করেছিল। যদি ঐক্যবদ্ধ না হন তাহলে স্বৈরাচারের দল ছিদ্র দিয়ে দেশে ঢুকে যাবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় ১ লাখ গাছের চারা রোপণ করা হবে বলে জানান তিনি।

এসময় দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মণ্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি ফরিদ খাঁন,সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর