Tuesday, May 13, 2025
Homeক্যাম্পাসজারুল-সোনালুতে সেজেছে হাবিপ্রবি ক্যাম্পাস

জারুল-সোনালুতে সেজেছে হাবিপ্রবি ক্যাম্পাস

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃআরাফাত ইসলাম, হাবিপ্রবি প্রতিনিধিঃ
বাহারি ফুলে সেজেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যাম্পাস। চারপাশে ছড়িয়ে আছে রঙবেরঙের ফুলের সৌন্দর্য। বিশেষ করে জারুলের বেগুনি আর সোনালুর ঝুলন্ত হলুদ ফুল শিক্ষার্থীদের মন কেড়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই শোভাময় বৃক্ষগুলো এখন ক্যাম্পাসজুড়ে সৌন্দর্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফুলগাছের নিচে ছবি তোলা, আড্ডা দেওয়া যেন প্রতিদিনের একটি অংশ হয়ে উঠেছে শিক্ষার্থীদের জন্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাবিপ্রবির ফুলে সাজানো ছবি এখন প্রায়ই চোখে পড়ে। কেউ দাঁড়িয়ে আছেন জারুল গাছের নিচে, কেউ আবার হলুদ সোনালুর পাশে দাঁড়িয়ে। বিশ্ববিদ্যালয় ভিত্তিক পেইজ এবং গ্রুপগুলোসহ ব্যক্তিগত একাউন্টগুলোতে প্রায়ই দেখা যাচ্ছে এমন ছবি।

ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের বাইশ ব্যাচের শিক্ষার্থী মেধা সাহা বলেন,এমন রঙিন ফুলের গাছগুলো শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, বরং আমাদের মানসিক প্রশান্তিও এনে দেয়। গাছগুলো আমাদের ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যাম্পাসে আরো এমন সৌন্দর্য বর্ধনকারী গাছ লাগানো উচিত!

একই বিভাগের চব্বিশ ব্যাচের শিক্ষার্থী আরজুমান আঁখি বলেন,ক্যাম্পাসে প্রতিদিন কত শত ছাত্র-ছাত্রীর পদচারণা। যে যার ব্যাস্ততায় ছুটতে গিয়ে একটুখানি থমকে যায় ক্যাম্পাসের ফুলের সৌন্দর্যে,কেউ ছবি তোলে, কেউ বা নিঃশব্দে দেখে যায় মুগ্ধ দৃষ্টিতে। ঋতুর পালাবদলে ফুলগুলো ফোটে, আবার ঝরে পড়ে। ঠিক যেন ক্যাম্পাসে নবীনদের আগমন আর প্রাক্তন শিক্ষার্থীর চলে যাওয়ার মতো। তবে স্মৃতিগুলো থেকে যায় আজীবন, এই ক্যামেরাবন্দি ফুলগুলোর মতোই। হ্যাঁ,ফুলগুলো আমাদের ক্যাম্পাসেরই। আমরা কিংবা ফুলগুলো যেন একে অপরের পরিপূরক, কোনো একটিকে ছাড়া যেন অসম্পূর্ণ।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আরেক শিক্ষার্থী মরিয়ম বলেন, আমার প্রিয় ক্যাম্পাসের এই ফুলেরা তাদের সৌন্দর্য এবং গন্ধে মুগ্ধ করে তোলে সকলকে, প্রতিটি ফুটন্ত ফুলে লুকিয়ে আছে আমাদের ক্যাম্পাসের প্রতিদিনের গল্প,জারুল ও সোনালু অগ্নিময় সৌন্দর্য, আমার ক্যাম্পাস লাইফের প্রতিটি মুহূর্তে রঙিন করে রাখুক এদের আভা।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর