Sunday, July 20, 2025
Homeদিনাজপুরজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দিনাজপুরে ‘এক শহীদ, এক বৃক্ষ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দিনাজপুরে ‘এক শহীদ, এক বৃক্ষ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতিকে অম্লান রাখতে দিনাজপুরের ঐতিহাসিক গোড়-এ-শহীদ বড় মাঠে ‘এক শহীদ, এক বৃক্ষ’ স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

১৯ জুলাই ২০২৫, শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, দিনাজপুর যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, সদর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিন, প্রবেশন কর্মকর্তা মোঃ মূনির হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং-এর কেন্দ্রীয় সদস্য মোঃ রেজাউল ইসলাম এবং শহীদ রুদ্র সেনের পিতা সুবীর কুমার সেন।

ঐতিহাসিক ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশ রক্ষা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এই উদ্যোগকে জনসাধারণ স্বাগত জানিয়েছে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর