ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিচারের দাবিতে পঞ্চগড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে আপ বাংলাদেশ।
সোমবার (৭ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশ নেন আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সংগঠক নাঈম আহমেদ, কেন্দ্রীয় সদস্য আবরার হামিম, মাসুদ রানা, তৌসিফ মাহমুদ সোহান, স্থানীয় সংগঠক ফজলে রাব্বি, তানভীর হোসাইন, খালিদ মোহাম্মদ, ফাহাদ মণ্ডলসহ অনেকে।
তারা ছাত্র, শিক্ষক, শ্রমজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং “জুলাই ঘোষণাপত্র”-এর দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন।
এ সময় আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ বলেন, “জুলাই মাসকে সামনে রেখে আমরা সারা দেশে গণসংযোগ করছি। তারই অংশ হিসেবে আজ পঞ্চগড়ে এসেছি। সরকারকে অবশ্যই ‘জুলাই সনদ’ ঘোষণা করে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আহতদের সুচিকিৎসা ও পরিবারকে অর্থনৈতিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার, গুম-খুনের দায়ে দায়ীদের শাস্তি, ফাইন্যান্সিয়াল ট্রাইব্যুনাল গঠন, অর্থপাচার রোধ, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি বন্ধের দাবিতেই আমরা রাস্তায় নেমেছি। মানুষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যখন কেউ কথা বলছে না, তখন আমরা সেই দায়িত্ব পালন করছি।”