Thursday, July 3, 2025
Homeরাজনীতিজুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, ছাত্রলীগ কর্মী গ্রেফতার

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, ছাত্রলীগ কর্মী গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
জুলাই বিপ্লব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে বগুড়ায় ছাত্রলীগ কর্মী আশরাফুল আলম তানজিলকে (২০) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০২ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১ জুলাই) রাতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম শহরের সূত্রাপুর কসাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আশরাফুল আলম তানজিল সূত্রাপুর এলাকার মন্তেজার রহমানের ছেলে।

ডিবির ওসি ইকবাল বাহার জানান, গ্রেফতার তানজিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার একজন সক্রিয় কর্মী। জুলাই বিপ্লব নিয়ে সে ফেসবুকে কটূক্তি করে আসছিল। এ ছাড়া বিভিন্ন স্থানে সে জুলাই বিপ্লব নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রচার করে আসছিল। সেই সঙ্গে সে ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিল। শহরের পরিবেশ অস্থিতিশীল করার জন্য তৎপর ছিল।

তিনি জানান, জুলাই বিপ্লবের সময়ে আন্দোলনকারীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, হত্যার চেষ্টাসহ বিভিন্ন অপরাধে সরাসরি জড়িত ছিল সে। তার বিরুদ্ধে এসব অপরাধের সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর