Thursday, July 10, 2025
Homeজাতীয়টানা ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর

টানা ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

পেকুয়া থানার তিনটি মামলায় রিমান্ড শেষে মঙ্গলবার (৮ জুলাই) সকালে তাকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোলাম সরওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৮ জুন সাবেক এমপি জাফর আলমকে চকরিয়া থানার পাঁচটি মামলায় ১৪ দিন এবং পরে পেকুয়া থানার তিনটি মামলায় ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। মোট ২১ দিনের রিমান্ড শেষে পুলিশ জাফর আলমকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

চকরিা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে সাবেক এমপি জাফর আলমকে পুলিশের কড়া নিরাপত্তায় চকরিয়া থানায় আনা হয়। পরে সকাল ৯টার দিকে তাকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতের হাকিম জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৭ এপ্রিল কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি জাফর আলমকে ডিবি পুলিশ ঢাকার ধানমন্ডি থেকে গ্রেফতার করে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর