Wednesday, July 9, 2025
Homeআন্তর্জাতিকটেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেল অন্তত ১৩ জনের

টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেল অন্তত ১৩ জনের

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল টেক্সাসে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল থেকে ভারী বৃষ্টিপাতে গুয়াডালুপ নদীর তীরে ভয়াবহ বন্যায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগই গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া শিশু। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের উদ্ধারে চেষ্টা অব্যাহত।

স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) বিকেলে লে. গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, টেক্সাসের হান্টে নদীর তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্পের অন্তত ২০ জন মেয়ে বন্যায় নিখোঁজ হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ১৪টি হেলিকপ্টার এবং গ্রাউন্ড ক্রু ব্যবহার করে শত শত কর্মী আটকা পড়া মানুষদের সন্ধান করছেন। বন্যায় রাস্তা তলিয়ে যাওয়ায় তাদের সন্ধান করতে হিমশিম খেতে হচ্ছে। তারা সতর্ক করে দিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক ফ্রিম্যান এফ মার্টিন বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা।

এতে ব্যাপক হতাহত হতে পারে।

কের কাউন্টি শেরিফের অফিস বাসিন্দাদের ঘরের ভেতর অবস্থানের জন্য অনুরোধ করেছেন। কেউ যেন বাহিরে না যায়। খাল, নদীর আশপাশে যারা আছেন, বিশেষ করে গুয়াডালুপ নদীর কাছাকাছি থাকা ব্যক্তিরা যেন অবিলম্বে উঁচু স্থানে চলে যায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল থেকে ৭ ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এটি ১৯৯০-এর দশকের গোড়ার দিকের পর থেকে এই অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত। এর ফলে গুয়াডালুপ নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়, যা শুক্রবার সূর্যোদয়ের আগে ২৯ ফুটেরও বেশি উচ্চতায় পৌঁছে। এটি এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ।

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর