মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা তিন বছরের শিশুপুত্র অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়। নিহত ব্যক্তির নাম জালাল উদ্দিন (৩৫)। পিতা আলাল উদ্দিন তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে বিরামপুর উপজেলার চরকাই গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন এবং রডমিস্ত্রী হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জালাল উদ্দিন তার ছোট সন্তানকে মোঃ আমির হামজা কে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। ঠিক সেই মুহূর্তে রাজশাহী থেকে বাংলাবান্ধাগামী একটি ট্রেন হঠাৎ করে ধেয়ে এসে তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জালাল উদ্দিন। তবে আশ্চর্যের বিষয়, মাত্র তিন বছর বয়সী শিশুটি মারাত্মক দুর্ঘটনার মাঝেও প্রাণে বেঁচে যায়। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়লেও তার শরীরে তেমন কোনো গুরুতর আঘাত লাগেনি। বর্তমানে শিশুটি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি শারীরিকভাবে আশঙ্কামুক্ত এবং ধীরে ধীরে স্বাভাবিকভাবে কথা বলছে।