Thursday, May 1, 2025
Homeঠাকুরগাঁওঠাকুরগাঁওয়ে এক যুবক বিদেশী পিস্তলসহ আটক

ঠাকুরগাঁওয়ে এক যুবক বিদেশী পিস্তলসহ আটক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img
রেজাউল ইসলাম মাসুদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশী পিস্তল সহ সোহেল রানা নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ টীম সেই বাড়িতে অভিযান পরিচালনা করেন৷ বাড়িটি তল্লাশীর সময়ে তার ঘরের বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়৷
আটকৃত যুবক ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে ৷ সোহেল রানা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন বলে জানা গেছে৷
এ ব্যাপারে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হয়। তার ঘরের বিছানার নিচে একটি অস্ত্র পাওয়া গেছে৷ প্রাথমিক ভাবে এটি বিদেশি পিস্তল মনে হয়েছে৷ একজনকে আটক করে থানায় আনা হয়ে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷
Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর