Monday, May 12, 2025
Homeঠাকুরগাঁওঠাকুরগাঁওয়ে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

সোহেল তানভীর, ঠাকুরগাঁও প্রতিনিধি:
“আগে টাকা পরে বিদ্যুৎ মানিনা মানবো না” এই স্লোগানে ঠাকুরগাঁওয়ে প্রি পেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

ঠাকুরগাঁও বিদ্যুৎ ফোরামের আয়োজনে আজ সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে নেসকোর বিদ্যুৎ গ্রাহকেরা।

মিছিলটি ঠাকুরগাঁও চৌরাস্তায় এসে সমাবেশ কর্মসূচি পালন করে। যেখানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও বিদ্যুৎ ফোরামের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের প্রায় ৯০ ভাগ মানুষ নিম্ন আয়ের। আমাদের পক্ষে আগে টাকা পরে বিদ্যুৎ এ প্রক্রিয়া মেনে নেওয়া সম্ভব না। এতে করে নিম্ন আয়ের মানুষেরা কঠিন বিপদের মুখে পড়বে। প্রিপেইড মিটার জনস্বার্থ বিরোধী হয়রানিমূলক একটি সিস্টেম । তাই ঠাকুরগাঁওয়ে প্রিপেইড মিটার চালুর যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটি অবিলম্বে বাতিল করার দাবি জানান বক্তারা।

পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি নেসকোর অভিমুখে যাত্রা করে। নেসকোর কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগানে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর