Thursday, May 1, 2025
Homeপঞ্চগড়ডিগ্রি সমমানের একদফা দাবি এবং ব্লকেড কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে পঞ্চগড়ে নার্সিং...

ডিগ্রি সমমানের একদফা দাবি এবং ব্লকেড কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে পঞ্চগড়ে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ

ঢাকায় বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) ভবনে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচিতে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের উপর বিএনএমসির রেজিস্ট্রারের পরোক্ষ মদদে পুলিশের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে নার্সিং শিক্ষার্থীরা। একই সাথে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমান আনার দাবিও তুলেন তারা।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ)’র পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের একপাশে দাঁড়িয়ে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করা হয়।

এর আগে পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ র‍্যালি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকায় জড়ো হয়।

মানববন্ধনে পঞ্চগড়ের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, নার্সিং শিক্ষার্থী মাজেদুর রহমান, রাজু ইসলাম, মায়া আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকায় বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) ভবন চত্বরে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমান আনার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচি পালনরত নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীদের উপর রেজিস্ট্রারের পরোক্ষ মদদে পুলিশের বর্বর হামলা করে। অনেকেই আহত হয়েছেন। নার্সিংকে ডিগ্রি সমমান দেয়া আমাদের প্রাণের দাবি। অথচ আমাদের উপর হামলা করা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করছি। একই সাথে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবি জানাই। না হলে আগামীতে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর