Saturday, May 3, 2025
Homeনীলফামারীডিমলায় ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি’র হাতে আটক ৪

ডিমলায় ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি’র হাতে আটক ৪

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মাজহারুল ইসলাম লিটন,নিজস্ব প্রতিনিধি (নীলফামারী)ঃ নীলফামারীর ডিমলা উপজেলার
ঠাকুরগঞ্জ সীমান্তের খাল পাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪
যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার গভীর
রাতে উপজেলার ঠাকুরগঞ্জ সীমান্তের খাল পাড়া নামক স্থান থেকে তাদের আটক করে রংপুর
ব্যাটালিয়ান-(৫১) বিজিবির টহল দল। আটককৃতরা হলেন নীলফামারী জেলার ডিমলা
উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের(মেডিকেল মোড়) এলাকার শম্ভু দত্ত
মল্লিকের ছেলে আনন্দ দত্ত মল্লিক (২৬), নীলফামারী সদর উপেজলার দক্ষিন চাওড়া সবুজপাড়া
গ্রামের সুরেশ চন্দ্র রায়ের পুত্র হেমন্ত রায় (২১), কিসামত বসিয়ান পাড়ার ডালিম চন্দ্র
রায়ের ছেলে শংকর রায় (১৮) ও পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের ললিত চন্দ্র রায়ের ছেলে উত্তম রায়
(১৯)। এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বিজিবি একটি টহল দল ৪ জনকে
আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশের
দায়ে বুধবার ডিমলা থানায় মামলা করে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে
প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর