Tuesday, May 6, 2025
Homeনীলফামারীডিমলায় সন্ত্রাসী কায়দায় অপরিপক্ব ভুট্টা লুট করল দুর্বৃত্তরা

ডিমলায় সন্ত্রাসী কায়দায় অপরিপক্ব ভুট্টা লুট করল দুর্বৃত্তরা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার বন্দর খড়িবাড়ী নিজসুন্দর খাতা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মোছা. মার্জুয়ারা বেগম (৫২) এর ভুট্টা ক্ষেতে প্রবেশ করে দুই লক্ষাধিক টাকার ভুট্টা ছিড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই এলাকার আতিয়ার রহমান (৫৫), রেবা বেগম (৫০), ওবায়দুল ইসলাম (৪২), হাবিবুর রহমান (৩০), আব্দুল হামিদ (৩৫), সুমন ইসলাম (৩০), জুয়েল ইসলাম (৩৫), আল-আমিন ইসলাম (২৬), হাজেরা বেগম (৫৫), আঞ্জুয়ারা বেগম (৫০), আমিনা বেগম (৫০), আশরাফুল ইসলাম (৩০) সহ আরও বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোছা. মার্জুয়ারা বেগম অভিযোগ করে জানান, ‘অভিযুক্তদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলতেছে তার। এরই প্রেক্ষিতে আদালতের আদেশ অমান্য করে গত ৪ মে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে তার নিজস্ব জমিতে অনধিকার প্রবেশ করে প্রায় ২০০ মন ভুট্টা ছিঁড়ে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা। খবর পেয়ে জমিতে গিয়ে বাঁধা দিলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের জন্য তেড়ে আসে বলে জানান তিনি। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে।’

মোছা. মার্জুয়ারা বেগম বলেন, ‘আমার নিজের জমির দুই লক্ষাধিক টাকার ভুট্টা ছিড়ে তারা নষ্ট করে দেয়। তাদের জমি দখলে আমি যদি বাঁধা দেই তাহলে আমাকে মেরে ফেলা ও আমাদের পরিবারের নামে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিচ্ছে তারা। আমি এটির ন্যায় বিচার চাই।’

এ বিষয়ে প্রধান অভিযুক্ত আতিয়ার রহমান বলেন,‘জমিটি আমার পৈত্রিক সূত্রে পাওয়া। আমার জমির চাষকৃত ভুট্টা আমি ছিড়ে নিয়ে গেছি। কোনো ভুট্টা নষ্ট করি নি আমি।’

এ বিষয়ে জানতে চাইলে ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. ফজলে এলাহী বলেন,‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর