নীলফামারী প্রতিনিধিঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন অন্তবর্তী সরকার হলো জনগনের সরকার। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবেনা। তাই এই সরকারকে সহযোগীতা করতে হবে সকলকেই। গত ৫ আগষ্ট স্বেরাচারী হাসিনা সরকারের পতনের পর এই অন্তবর্তীকালীন সরকার জনগনের জন্য কাজ কর যাচ্ছে। সোমবার বিকালে ডোমার বাটার মোড়ে এক বিশাল গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আর এই নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠ নির্বাচন।
নীলফামারী জেলা জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন রিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে এ সময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ,যুগ্ন মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী,সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নাসীরুদ্দীন খান, মাওলানা ফজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
ডোমারে জমিয়তের বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন ,নীলফামারী:
Facebook Comments Box