Thursday, July 31, 2025
Homeনীলফামারীডোমারে ডেঙ্গু মশক নিধন কর্মসূচির উদ্বোধন

ডোমারে ডেঙ্গু মশক নিধন কর্মসূচির উদ্বোধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃআব্দুল্লাহ আল মামুন,নীলফামারী প্রতিনিধিঃ
মশা মারুন,জীবন বাঁচান,জমে থাকা পানি তিনদিনের বেশি নয়। পরিচ্ছন্নতা শুরু হোক নিজের ঘর থেকে এবং ডেঙ্গু হোক আমাদের সকলের শত্রু এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলার ডোমারে ডেঙ্গু মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ডোমার উপজেলা পরিষদ কার্যালয়ে ডোমার পৌর প্রশাসক এই কর্মসুচীর আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রায়হান বারী,শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বী বলেন ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। বাড়ীর আশে পাশে ময়লা আর্বজনা পরিস্কারের পাশাপাশি জমে থাকা পানি ফেলে দিতে হবে। ২৯ জুলাই থেকে শুরু হয়ে পৌর এলাকায় মাসব্যাপি এই কর্মসূচী অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর