দিনাজপুর প্রতিনিধিঃ
রাজধানীর পুরান ঢাকায় যুবদল নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে সারা দেশ। সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার বিক্ষোভ করেছেন দিনাজপুরের ছাত্র জনতা।
শনিবার (১২ জুলাই) বিকাল চারটায় দিনাজপুর জিলা স্কুল থেকে মিছিলটি শুরু শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনেএসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার রংপুর বিভাগীয় পরিচালক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন বলেন, গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ব্যবসায়ী সোহাগকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করা হয়। হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাই। এই চাঁদাবাজি ও সন্ত্রাসের আমরা বিচার চাই। শুধু সোহাগ নয়, গত ১০ মাসে বিএনপির সন্ত্রাসে একশ’র বেশি মানুষ খুন হয়েছে। প্রতিটি হত্যার বিচার করতে হবে।
দিনাজপুর জেলার ছাত্র প্রতিনিধি মেশকাত আরেফিন শাকিল বলেন, আমি তারেক রহমানকে বলতে চাই, আপনি আপনার দলের নেতা কর্মীদের সামলান, এই কয়েকজন নেতাকে যদি সামলাতে না পারেন তাহলে ১৮ কোটি জনগণকে কিভাবে সামলাবেন? জনগণ আপনাদের দিকে চেয়েছিল আপনারা সেই আশাকে ভেঙে দিয়েছেন।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; যুবদলের অনেক গুণ, পাথর মেরে সোহাগ খুন; যুবদলের চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান; যুবদলের সন্ত্রাস, রুখে দেবে ছাত্রসমাজ; বিএনপির সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান; আমার ভাই মরল কেন? তারেক রহমান জবাব দে; মিটফোর্ড খুন কেন? তারেক রহমান জবাব দে; সারা দেশে সন্ত্রাস কেন? বিএনপি জবাব দে; জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’ ইত্যাদি বলে স্লোগান দেন।
আরো উপস্থিত ছিলেন ওয়ারিয়ার্স অফ জুলাই এর আহ্বায়ক ফরহাদ হোসাইন,দিনাজপুর জেলা ছাত্র প্রতিনিধি কায়সান আজাদ,মিনহাজ জামান, আরিফ রেজা, মিষ্টি জান্নাত, আদনান সহ আরো অনেকে।