Thursday, July 17, 2025
Homeক্যাম্পাসঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ

ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয় ঢাবির টিএসসি এলাকা। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০ টার পর এ ঘটনা ঘটে। তবে এর সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।

ঘটনাস্থলে অবস্থানরত শিক্ষার্থীদের থেকে জানা যায় কে বা কারা বাইকে করে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল সদৃশ বস্তু ফেলে দিয়ে চলে যায়। এসময় বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ।

শিক্ষার্থীদের ধারণা ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে শিক্ষার্থীদের মনে আতঙ্ক তৈরি করতে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা ।

আব্দুল ওয়াহিদ নামে এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ হয়েছে। ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে সম্মিলিতভাবে । ডাকসুর বিকল্প নাই নিরাপদ ক্যাম্পাস ও দেশ নিশ্চিতে।

এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে আমাদের প্রক্টরিয়াল টিম গিয়েছে। সেখানে সহকারী প্রক্টররা আছেন। শাহবাগ থানার পুলিশ সেখানে উপস্থিত আছে। এটা ককটেল বা বড় ধরণের পটকা হতে পারে । আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর