Thursday, July 31, 2025
Homeরংপুরতারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবককে জেল,জরিমানা

তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবককে জেল,জরিমানা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক গাঁজা সেবন কারীকে ৩ মাসের জেল ও ২০০ ( দুই শত) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ( ২৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এসময় আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বামনদিঘি ইকোপার্কে গাঁজা সেবন এবং রাখার অপরাধে মো: হেলাল মিয়া (৩১) নামের ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা করা হয়।

সে উপজেলার মেনানগর মাফিয়াল পাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে গাঁজা রেখে সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে।

ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এবং আসামি নিজে দোষ স্বীকারোক্তি দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত অপরাধের মাত্রা বিবেচনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় এ শাস্তি প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুবেল রানা।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুবেল রানা বলেন, ‘আসামিকে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর