Home রংপুর তারাগঞ্জে জাল টাকার নোটসহ ১ জন গ্রেপ্তার

তারাগঞ্জে জাল টাকার নোটসহ ১ জন গ্রেপ্তার

তারাগঞ্জে জাল টাকার নোটসহ ১ জন গ্রেপ্তার

এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজার থেকে জাল টাকাসহ এক প্রতারককে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় তারাগঞ্জ বাজারের একটি কাঁচাবাজারের দোকানদার তাকে নোট টা পরিবর্তন করে দিতে বলে। কিন্তু সে ওই জাল টাকার নোট পরিবর্তন না করে দিয়ে দৌড় দেয়। এমন সময় দোকানদার চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে। পরে তার পকেটে থাকা মানি ব্যাগে সব টাকাই জাল নোট দেখতে পান উপস্থিত লোকজন। তার মানি ব্যাগে ৮ হাজার ১২০ টাকা পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত ওই প্রতারকের নাম মোঃ সোয়েব হোসেন (২৮)। তার বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার সৈয়দপুর পৌর এলাকার মোঃ শামীম হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোহেব আক্তার জানান,সে একটি সংঘবদ্ধ জালনোট সরবরাহ চক্রের সদস্য। সে কম দামে এসব জাল টাকার নোট কিনে উত্তরের বিভিন্ন জেলায় সরবরাহ করতো।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, আজ বিকালে তাকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here