মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘উস্কানিমূলক মিথ্যাচার ও অপপ্রচার’ এবং খুলনাসহ দেশের বিভিন্নস্থানে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের ওপর ‘নির্যাতন ও হত্যাকাণ্ডের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে শহরের পৌর বাজারস্থ জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ফিরে এসে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল।
সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরীসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের মানহানির চেষ্টা চলছে।”
সাইফুল্লাহ রুবেল বলেন,
“গণতন্ত্রের জন্য এখন অপরিহার্য হয়ে উঠেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেতে চায়। আমরা ভোট চাই, আমরা মানুষকে বাঁচাতে চাই। খুলনায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে— এটি গণমাধ্যমে উঠে আসছে না। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিএনপিকে নিশ্চিহ্ন করার ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে।”
বক্তারা অবিলম্বে আগাম নির্বাচনের তফশিল ঘোষণা ও মিডফোর্ডসহ সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর হামলা-নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও যুবদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।