Home নীলফামারী তারেক রহমানের খালাতো ভাই তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল

তারেক রহমানের খালাতো ভাই তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল

তারেক রহমানের খালাতো ভাই তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় ঢাকার আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অপর দিকে মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা শহরে তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, পৌর সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, জেলা কৃষক দলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলাল, সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রানা মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, জেলা জাসাস সদস্য সচিব আবুল হাসনাত রাসেল, তাতী দলের সভাপতি শাহজাদা মুক্তি সহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জানা যায়, তুহিন ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের করা একাধিক মামলার দায়ে তিনি বিদেশে আশ্রয় নিয়েছিলেন। দীর্ঘ ১৮ বছর পর তিনি সম্প্রতি দেশে ফিরে রাজধানীর গুলশানের বাসভবনে উঠেন। আইনপ্রতি শ্রদ্ধা রেখে আদালতে এক মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে বিশেষ জজ আদালত-৭ প্রদীপ কুমার রায় জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে নিশ্চিত করেছেন আইনজীবী শেখ সাকিল আহমেদ রিপন নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, তুহিনের মাতা সেলিনা ইসলাম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় বোন। সে হিসাবে তুহিন খালেদা জিয়ার ভাগনে এবং তারেক রহমানের খালাতো ভাই। তুহিন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here