রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার বিকালে কিশােরগঞ্জ জাতীয়তাবাদী তাতীদল বিক্ষােভ মিছিল ও পথসভা করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতাে ভাই নীলফামারী জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষােভ মিছিল ও পথসভা করছে কিশােরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাতীদল। শনিবার উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি । পুনরায় পানীর ফােয়ারা চত্বরে পথসভা করে। এতে বক্তব্য রাখেন,কিশােরগঞ্জ জাতীয়তাবাদী তাতীদলের আহ্বায়ক রহিদুল ইসলাম, সদস্য সচিব আলমগীর ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিউল ইসলাম।
বক্তারা বলেন, অবিলম্বে তুহিন ভাইয়ের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এক সপ্তাহের মধ্যে তার মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তােলা হবে।
উল্লেখ্য যে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
জামিনের আবেদনে শাহরিন ইসলাম উল্লেখ করেন, তিনি ১৯৯৮-১৯৯৯ কর বছর থেকে ২০০৬-২০০৭ কর বছর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করেছেন। তিনি সেখানে তাঁর সব সম্পদের তথ্য উল্লেখ করেছেন। বিচারিক আদালত থেকে তিনি ন্যায়বিচার পাননি বলে দাবি করেন।