Thursday, May 1, 2025
Homeনীলফামারীতুহিনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ ও পথসভা

তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ ও পথসভা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি সংসদ সদস্য বেগম খালেদা জিয়ার ভাগিনা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা পালিত হয়,কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে।

বৃহস্পতিবার(৩০ এপ্রিল) ৩ টা থেকে দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে পর্যায়ক্রমে খণ্ড খণ্ড ভাবে নেতাকর্মীরা আসতে থাকে,স্বল্প সময়ের মধ্যে দলীয় কার্যালয় পরিপূর্ণ হলে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝরনার মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম।

আরো উপস্থিত ছিলে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর,ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক,উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার,যুগ্ম সম্পাদক রুবিনা আক্তার,সাংগঠনিক সম্পাদক সারমিন আক্তার, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ,স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সদস্য আলমগীর,পলাশ,যুবদলের আনছারুল,বেলাল,হাসানুর,হাবিব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষণীয় ছিল।

পথসভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন,অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের সকল মামলা সংস্কার করে নেয় তাহলে বিএনপির কেন এখনো মামলা চলমান এ কোন ষড়যন্ত্র। সরকার ও এনসিপি সংস্কারের দোহাই দিয়ে দেশকে কোথায় নিয়ে যেতে চায় জনগণ তা উপলব্ধি করতে পেরেছে। যারা ছিল না দুই বিঘা জমি তাদের এখন ঢাকা শহরে তিনটি বাড়ি। ৬ কোটি টাকার গাড়িতে ঘুরে বেড়ায়।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে বলতে চাই বিএনপির সকল মামলা যদি আপনারা প্রত্যাহার না করে নেন আমাদের নেতাদের জেল থেকে ছেড়ে না দেন এই আন্দোলন চলমান থাকবে। আমাদের আন্দোলন ততদিন থাকবে যতদিন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিএনপিকে আমরা ক্ষমতায় আনতে না পারি ততদিন আন্দোলন চলমান থাকবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর