Home নীলফামারী তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল

তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নীলফামারী পৌর বিএনপি। বুধবার (৩০ এপ্রিল) সকালে পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব এর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়েল সামনে সমাবেশ করে।

সমাবেশে বক্তৃতা দেন পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সাধারণ সম্পাদক অ্যাড. আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতি, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আজিজুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা তুহিনের নামে করা মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে জেল হাজতে প্রেরণের প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করেন।

প্রসঙ্গত,১/১১ তত্ত্বাবধায়ক সরকারের করা একাধিক মামলায় তুহিনকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। দীর্ঘ ১৮ বছর পর তিনি সম্প্রতি দেশে ফিরে রাজধানীর গুলশানের বাসভবনে উঠেন। আইনপ্রতি শ্রদ্ধা রেখে আদালতে এক মামলায় আত্মসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তুহিনের মাতা সেলিনা ইসলাম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় বোন। সে হিসাবে তুহিন খালেদা জিয়ার ভাগ্নে এবং তারেক রহমানের খালাতো ভাই। তুহিন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here