ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় হাফিজুর ইসলাম (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার শালবাহান রোডের মাঝিপাড়া সংলগ্ন ডাহুক সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, হাফিজুর ইসলাম একটি ইজিবাইকে করে তেঁতুলিয়া থেকে নিজ বাড়ি নাওয়াগছ বালাবাড়ি এলাকায় ফিরছিলেন। পথে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। ধাক্কায় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে গিয়ে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই হাফিজুর ইসলাম মারা যান এবং আহত হন আরও দুইজন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় জানান, দুর্ঘটনার পর দুটি ট্রাক ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে। সড়কপরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।
নিহত হাফিজুর ইসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াগছ বালাবাড়ি গ্রামের আসব আলীর ছেলে।