Sunday, May 4, 2025
Homeকুড়িগ্রামতেল কম দিত ফিলিং স্টেশন - অতঃপর...

তেল কম দিত ফিলিং স্টেশন – অতঃপর…

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে তেল পরিমাপে কম দেওয়া, মূল্য তালিকা না টাঙিয়ে পণ্য বিক্রি ও নকল পণ্যসামগ্রী দোকানে রাখায় তিন প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করেছে ট্রাসফোর্স কমিটি।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে ট্রাসফোর্স কমিটি উপজেলার তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব জরিমানা করে।

এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুড়িগ্রামের সহকারী পরিচালক (অ. দ) এ এস এম মাসুম-উদ দৌলা।

তিনি জানান, ট্রাসফোর্স কমিটির বিশেষ অভিযানে পরিমাপে তেল কম দেওয়ায় মেসার্স সাগর ফিলিং স্টেশনকে ৪০ হাজার জরিমানা করা হয়। পরে থানাহাট বাজারে অভিযানে রাফি ট্রেডার্সকে চালের মূল্য তালিকা টাঙিয়ে না দেওয়ায় ৭ হাজার ও সাইফুল সুতাঘরকে নকল পণ্যসামগ্রী রাখায় ৪ হাজারসহ মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কুড়িগ্রাম খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি কাদের বকসী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন, চিলমারীর সাব্বির রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর