সুকুমার রায়, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলায় অভিনব কৌশলে সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। উপজেলার ৪ নম্বর তাড়গাঁও ইউনিয়নের হাটিয়ারী গ্রামের বাসিন্দা কানাই লাল শাহার বাড়িতে সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে এই চুরি সংঘটিত হয়।
বাড়ির মালিক কানাই লাল শাহা জানান, রাত আনুমানিক ৩টার দিকে চোরের দল প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর বারান্দার গেটের তালা খুলে তারা একে একে ঘরের প্রতিটি দরজার তালা ভেঙে ফেলে এবং আলমারি ও ড্রয়ার থেকে প্রায় ১৯ ভরি স্বর্ণালংকার, দুই মনের মতো কাঁসার থালা, ঘটি-বাটি এবং নগদ ২ লক্ষাধিক টাকা লুট করে নেয়। চোরেরা জানালার গ্রীল খুলে পালিয়ে যায়।
চুরির সময় বাড়ির মালিক জেগে গেলে চোরের দল তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
কানাই লাল শাহা বলেন, “সেই রাতে বাড়িতে আমি ও আমার স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের সব তালা ভাঙা, সবকিছু তছনছ করে নিয়ে গেছে।”
চুরির ঘটনা জানাজানি হওয়ার পর মঙ্গলবার সকালে কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান এবং কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি রুহুল আমীন জানান, “ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, পরিকল্পিতভাবে সংগঠিত এমন চুরি রোধে নিয়মিত রাত্রিকালীন টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা জরুরি।