মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার চিরিরবন্দর ও সদর উপজেলার মিলনস্থল বৈদেশীরহাটে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় হাজারো মানুষ।
শনিবার (৫ জুলাই ২০২৫) দুপুর ১২টায় চিরিরবন্দর উপজেলার মাদারগঞ্জ সেতুর পাশ্বে আত্রাই নদীর দুই পাড়ের এলাকাবাসী মানববন্ধন করেন । এতে দুই উপজেলার ১৫ গ্রামের নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
স্থানীয়দের দাবি, আত্রাই নদীর কারণে চিরিরবন্দর ও সদর উপজেলার অন্তত ৭৫ হাজার মানুষের যোগাযোগ ব্যাহত হচ্ছে। নদীর ওপর একটি সেতু না থাকায় প্রতিদিন বাঁশের সাঁকো বা নৌকা ব্যবহার করে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও চরমে পৌঁছে।
মানববন্ধনে বক্তারা বলেন, আত্রাই নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ হলে জেলা সদরে যাতায়াতে সময় ও খরচ উভয়ই কমে আসবে। কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে যেতে পারবে, রোগী পরিবহনেও আর কোনো বিড়ম্বনা থাকবে না।
স্থানীয় শিক্ষক কাশেম আলী বলেন, “সেতু না থাকায় বর্ষাকালে সাঁকো দিয়ে পারাপার জীবন ঝুঁকিতে ফেলে দেয়। এ সমস্যা বহুদিনের, অথচ সমাধান হয়নি।”
সাবেক সেনা সদস্য মোশাররফ হোসেন বলেন, “আমাদের উৎপাদিত ধান ও ফসলের ন্যায্য মূল্য পাই না, কারণ পণ্য পরিবহন ব্যয় বেশি, আর সেতু না থাকায় ব্যবসায়ীরা সুযোগ নেয়।”
প্রভাষক নওশাদ হোসেন বলেন, “উলটগাঁও এলাকায় একটি সেতু হলে দিনাজপুর শহর থেকে সৈয়দপুর বিমানবন্দরের দূরত্ব ১০-১২ কিলোমিটার কমে যাবে।”
মানববন্ধনে সনকৈর দারুল উলুম নূরানী কামিল মাদ্রাসার ছাত্র তানভীর বলেন, “সেতু না থাকায় প্রতিদিন মাদ্রাসায় পৌঁছাতে বিলম্ব হয়। নৌকা নির্ভরতা সবসময় কাজ করে না।”
প্রসঙ্গত, এলাকাবাসী এর আগেও সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি দিয়েছে। ২০২৫ সালের ২৪ এপ্রিল প্রায় ১৬০০ স্থানীয় বাসিন্দার স্বাক্ষরসংবলিত স্মারকলিপি দিনাজপুর এলজিইডি কার্যালয়ে জমা দেওয়া হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী মামুন, সাদেকুল ইসলাম, সত্যেন্দ্রনাথ ব্যানার্জি, শিক্ষার্থী ও সমাজকর্মীরা।
মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সেতু নির্মাণের দাবি জানান এবং আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন।