Monday, May 12, 2025
Homeদিনাজপুরদিনাজপুরে আন্তর্জাতিক নার্স দিবস বয়কট করে শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুরে আন্তর্জাতিক নার্স দিবস বয়কট করে শিক্ষার্থীদের বিক্ষোভ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে দিবসটি বয়কট করে বিক্ষোভ করেছেন দিনাজপুরের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা জানান, দেশের সরকারি-বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। এর মধ্যে রয়েছে—ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউজিসি নীতিমালা অনুযায়ী নার্সিং কলেজে শিক্ষক নিয়োগ, স্নাতক সম্মান ডিগ্রির স্বীকৃতি, শিক্ষার মান উন্নয়ন এবং নার্সদের মর্যাদা রক্ষা।

তারা অভিযোগ করেন, ৬ মে রাজধানীতে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শিক্ষকরা বাধা প্রদান ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরই প্রতিবাদে এ বছর আন্তর্জাতিক নার্স দিবস পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়া হয়।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি না মানা পর্যন্ত এবং শিক্ষক কর্তৃক হামলার ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা বলেন, “আমাদের ন্যায্য দাবিগুলো মেনে না নিলে আমরা আগামীতে আমরণ অনশনেও যেতে বাধ্য হব।”

অন্যদিকে, নার্সিং ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক সমমানের স্বীকৃতি দাবিতে বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। বরিশাল ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি জানিয়েছে, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর