Thursday, May 1, 2025
Homeদিনাজপুরদিনাজপুরে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

দিনাজপুরে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রারের পদত্যাগ ও ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক সমমানের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) সকালে দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন, যাতে তাদের দাবি দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে তারা “লং মার্চ টু ঢাকা” কর্মসূচি ঘোষণা করে আন্দোলন আরও তীব্র করবেন।

দিনাজপুরের বিভিন্ন নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউট থেকে আসা ২শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর