মোঃ মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার ডুগডুগীহাটে একটি শপিং সেন্টারে এ চুরি সংঘটিত হয়।
দোকান মালিক শফিকুল ইসলাম শফিক জানান, প্রতিদিনের ন্যায় কেনাবেচা শেষে দোকান তালাবদ্ধ করে বাড়িতে যাই। ঘটনার পরের দিন রবিবার সকাল সোয়া ৭টার দিকে দোকানে এসে দেখতে পাই, সংঘবদ্ধ চোরেরা দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সার ও কীটনাশকের মালামাল চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকা মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক শফিকুল ইসলাম।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box