মোঃ আসতারুল আলম,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ৩১৬ বোতল ফেনসিডিলসহ নারী মাদককারবারি গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, দিনাজপুরের চলমান মাদকবিরোধী অভিযানে ১০ ফেব্রুয়ারি ২০২৫ ইং সোমবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম ছাইতান কুড়িগ্রামের মোঃ মোজাফফর হোসেন এর এর বাড়ি তল্লাশি করে ৩১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মোজাফফর হোসেনের স্ত্রী মোছাঃ ইসমোতারা বেগম (৪০)-কে আটক করা হয়। অভিযুক্ত মোঃ মোজাফফর হোসেন (৪৮) ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পরবর্তীতে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।
Facebook Comments Box