Home দিনাজপুর দিনাজপুরে ভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

দিনাজপুরে ভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

দিনাজপুরে ভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরল উপজেলায় ভ্যান চালক আসাদুল ইসলাম (৩৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। দুর্বৃত্তরা তাকে হত্যা করে নতুন কেনা ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের মাটিয়ান দিঘির পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে বিরল থানা পুলিশ।

নিহত আসাদুল ইসলাম উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের যুগীহারীখাড়িপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

নিহতের বড় ভাই মকবুল হোসেন জানান, কয়েকদিন আগে পুরোনো ভ্যানটি বিক্রি করে নতুন একটি ভ্যান ক্রয় করেন আসাদুল। মঙ্গলবার দিনভর ওই ভ্যান চালালেও রাতে আর বাড়ি ফেরেননি তিনি। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাটিয়ান দিঘির পাশে গিয়ে তিনি ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।

এ বিষয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে আসাদুলকে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here