Thursday, May 1, 2025
Homeদিনাজপুরদিনাজপুরে মে দিবস উপলক্ষে এনসিপির উদ্যোগে শহীদ পরিবারকে সম্মাননা ও আলোচনা সভা

দিনাজপুরে মে দিবস উপলক্ষে এনসিপির উদ্যোগে শহীদ পরিবারকে সম্মাননা ও আলোচনা সভা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, ‍দিনাজপুর প্রতিনিধিঃ

আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের আয়োজনে দিনাজপুরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিকেল ৫টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুণ্ন থাকুক, দূর হোক সকল বৈষম্য” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন এনসপি শ্রমিক উইং কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রেজাউল ইসলাম।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা প্রতিনিধি একরামুল আবির।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন:দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ সাহাবুদ্দিন খোকন, দিনাজপুর বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোঃ আনিসুজ্জামান মিলন, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রহিম, শহীদ আলামিনের ছোট ভাই ও নাগরিক কমিটির প্রতিনিধি মিনহাজ জামান, চিরিরবন্দর উপজেলা এনসিপি সভাপতি সোহেল সাজ্জাদ, শহীদ হাফেজ সুমন পাটোয়ারীর পিতা ও শহীদ আসাদুল হক বাবুর স্ত্রীসহ অনেকে।

বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি অতীতের রাজনৈতিক সহিংসতায় নিহতদের স্মরণ করেন এবং দায়ীদের বিচার দাবি করেন। বক্তারা বলেন, গণহত্যাকারীদের বিচার ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। তারা গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় শহীদ পরিবার ও আহতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর