Thursday, July 31, 2025
Homeদিনাজপুরদিনাজপুরে যাত্রীবাহী অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু, আহত শিশু ও...

দিনাজপুরে যাত্রীবাহী অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু, আহত শিশু ও অটো চালক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে ঝড়ো হাওয়ার সময় রাস্তার পাশে থাকা একটি পুরনো গাছ ভেঙে পড়ে অটোরিকশার উপর। এতে গীতা রানী (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুই বছর বয়সী এক শিশু মাহবুবা ও অটোর চালক।

শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর সদর উপজেলার আঙ্গরা পুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ গীতা রানী সদর উপজেলার কমলপুর ইউনিয়নের রামপাল এলাকার বাসিন্দা এবং রামপাল গ্রামের স্বামী হরিপদ রায়ের স্ত্রী। আহত শিশু মাহবুবা বাসুদেবপুর এলাকার শাহিনুর ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে প্রচণ্ড ঝড়ো হাওয়া শুরু হলে একটি ব্যাটারিচালিত অটো আঙ্গরা পুল এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় রাস্তার পাশের একটি পুরোনো গাছ উপড়ে পড়ে অটোভ্যানটির ওপর। গাছটি এতটাই ভারী ছিল যে অটোর সামনের অংশ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়।

গাছের নিচে চাপা পড়ে গীতা রানী গুরুতর আহত হন। আহত হন সঙ্গে থাকা শিশু মাহবুবা এবং অটোচালকও। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক গীতা রানীকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, ওই এলাকায় বেশ কিছু পুরনো ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে যেগুলোর বিষয়ে প্রশাসনকে আগেই অবগত করা হয়েছিল। কিন্তু যথাসময়ে গাছগুলো অপসারণ না করায় আজকের এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ ও ঝুঁকিপূর্ণ গাছ অপসারণে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেছেন এলাকাবাসী।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর