মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৫ উপলক্ষে দিনাজপুরে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় পরিচালিত এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দীন এবং অভ্র জ্যোতি বড়াল। অভিযানটি দিনাজপুর শহরের মেডিকেল মোড় এলাকায় পরিচালিত হয়।
অভিযানে ধরা পড়ে তিনটি পিকআপ, যারা নির্ধারিত মানমাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ সৃষ্টি করছিল। প্রতিটি গাড়ির মালিককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক প্রভাতি রানী। অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি চৌকস দল মোতায়েন ছিল।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মলিন মিয়া জানান, শব্দদূষণ একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।