Sunday, July 20, 2025
Homeদিনাজপুরদিনাজপুরে ২ লাখ টাকা চাঁদার দাবিতে পরিবার উচ্ছেদ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

দিনাজপুরে ২ লাখ টাকা চাঁদার দাবিতে পরিবার উচ্ছেদ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ী এলাকায় ২ লাখ টাকা চাঁদা না দেয়ায় একটি অসহায় পরিবারকে জোরপূর্বক বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে। রোববার ২০ জুলাই দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী সাথী বিশ্বাস।

সংবাদ সম্মেলনে সাথী বিশ্বাস জানান, তার স্বামী গণেশ বিশ্বাস ২০১৮ সালে গুঞ্জাবাড়ী এলাকার সিদ্দিক আলমের স্ত্রী ববির কাছ থেকে পৌনে ৩ শতক জমি ও বাড়ি ক্রয় করেন এবং নিয়ম অনুযায়ী দলিল সম্পন্ন করে বসবাস শুরু করেন। জমির হোল্ডিং নম্বর, বিদ্যুৎ সংযোগ ও পৌর কর প্রদানসহ সকল প্রক্রিয়া নিয়ম মেনে সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

তবে গত এক বছর ধরে এলাকার কিছু সুযোগসন্ধানী ব্যক্তি সিদ্দিক আলম ও দিলিপ চন্দ্র রায় তাদের বাড়ি নিজেদের দাবি করে পরিবারটিকে উচ্ছেদের পাঁয়তারা শুরু করেন। এ বিষয়ে গণেশ বিশ্বাস মামলা দায়ের করলে প্রতিপক্ষরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে মারধর করে গুরুতর জখম করে। ওই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা (নং-৩৬, তারিখ-১৬/০২/২০২৪) দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

সাথী বিশ্বাস অভিযোগ করে বলেন, মামলা চলাকালীন সময়ে প্রতিপক্ষরা ২ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা না দেওয়ায় গত ১১ জুলাই সিদ্দিক আলমের নেতৃত্বে কিছু ব্যক্তি গেট ও ঘরের তালা ভেঙে বসতবাড়িতে প্রবেশ করে টিভি, ফ্যান ও নগদ টাকা লুট করে এবং বাড়ি দখল করে নেয়। বর্তমানে পরিবারটি মাতাসাগর এলাকায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে সাথী বিশ্বাস জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও বসতভিটায় ফেরার সুযোগ চেয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাধুরী তির্কি, রিনা সরকার, রিতা তির্কি, লিপি তির্কি, দুলালী চপ্প, রিনা তির্কি, আগেনেশ চপ্প, মোছা: সুফিয়া, মোছা: বেলী আক্তার, আফরোজা ও আকলিমা প্রমুখ।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর