মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (৭ জুলাই) বিভিন্ন গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
দেলোয়ার হোসেন শুধু জেলা সভাপতি নন, একইসঙ্গে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমি মৌখিকভাবে জেলা কমিটির নেতৃবৃন্দকে জানিয়েছিলাম যে, আমি আর জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকছি না। সেই সময় থেকেই আমি দলের সঙ্গে কোনো কার্যক্রমে যুক্ত ছিলাম না। আজ থেকে আমি দলীয় সকল পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করছি।”
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, “আমি আর জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে নেই। নিজের ইচ্ছায় সব পদ থেকে অব্যাহতি নিয়েছি।”
অন্যদিকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহম্মেদ সফি রুবেল বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত পদত্যাগপত্র জমা পড়েনি। লিখিত কপি হাতে পেলে তা দলীয়ভাবে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে।”
দল ছাড়ার এ ঘোষণা রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। তবে দেলোয়ার হোসেন ভবিষ্যতে কোনো নতুন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।