মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাসের হার ও জিপিএ ৫- সব বিভাগে মেয়েরা এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১০জুলাই) দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
এবার দিনাজপুর বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ১৫ হাজার ৬২ জন। এদের মধ্যে মেয়ে সাত হাজার ৫৪৬ জন ও ছেলে সাত হাজার ৫১৫ জন। ছেলেদের তুলনায় মেয়েরা ৩১ জন বেশি জিপিএ-৫ পেয়েছে।
পরিসংখ্যানে জানানো হয়, এবার এই বোর্ডের অধীনে আটটি জেলার ২ হাজার ৭৮২টি প্রতিষ্ঠানের মোট এক লাখ ৮২ হাজার ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন পরীক্ষার্থী পাস করেছেন। মোট পাসের হার ৬৭.৩ শতাংশ।
এদের মধ্যে মেয়েদের পাসের হার ৬৯.৭৮ শতাংশ এবং ছেলেদর পাসের হার ৬৪.৩৮ শতাংশ। মেয়েরা ৫.৪ শতাংশ বেশি পাস করেছেন।
ফলাফলে আরো দেখা যায়, বিজ্ঞান, মানবিক, বাণিজ্য ও হিসাববিজ্ঞানেও মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করেছেন।
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩.৯৭ শতাংশ।
যার মধ্যে ছেলেরা ৮২.৯ শতাংশ ও মেয়েরা ৮৬.১৬ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ৩.২৬ শতাংশ বেশি।
মানবিক বিভাগে পাসের হার ৪৬.৫৬ শতাংশ।
যার মধ্যে ছেলেরা ৪০.১ শতাংশ ও মেয়েরা ৫২.৪০ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ১২.০৩ শতাংশ বেশি।
হিসাববিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮.৪০ শতাংশ।
যার মধ্যে ছেলেরা ৬৫.১১ শতাংশ ও মেয়েরা ৭৭.০৫ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েরা ১১.৯৪ শতাংশ বেশি।
ছেলেরা পাস করেছেন ৫৯ হাজার ৮৪০ জন ও মেয়েরা পাস করেছেন ৬২ হাজার ৩০৬ জন। মেয়েরা ২হাজার ৮৪০ জন বেশী।
ছেলেদের গড় পাসের হার ৬৪.৩৮ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬৯.৭৮ শতাংশ । মেয়েরা বেশী পাস করেছে ৪.৬শতাংশ বেশী।