Tuesday, May 6, 2025
Homeকুড়িগ্রামদীর্ঘ মেয়াদী নবায়নযোগ্য লীজ পদ্ধতিতে পরিচালনার জন্য কুড়িগ্রাম ট্রেক্সটাইল মিলসটি হস্তান্তর

দীর্ঘ মেয়াদী নবায়নযোগ্য লীজ পদ্ধতিতে পরিচালনার জন্য কুড়িগ্রাম ট্রেক্সটাইল মিলসটি হস্তান্তর

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
আজ শুক্রবার দুপুরে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বরে এক অনুষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েষ্টার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর নিকট হস্তান্তর করে বিটিএমসি।
এ সময় উপস্থিত ছিলেন, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার এসএম জাহিদ হোসেন, জিএম কাজী ফিরোজ হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের এমডি বসির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।
৩০ বছর মেয়াদে লীজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করবে ওয়েষ্টার্ন ইন্জিনয়ারিং প্রা: লি:।
টেক্সটাইল মিলটি ১৯৮৮ সালে চালুর পর প্রথম দিকে ভলোভাবে পরিচালনা হয়ে আসলে গত ১৫ বছর ধরে বন্ধ ছিল মিলসটি।
অপর দিকে মিলসটিতে চারটি পন্য উৎপাদন করার কথা রয়েছে। আর এতে কর্মসংস্থান হবে কুড়িগ্রামের প্রায় ২ হাজার মানুষের।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর