রংপুর নিউজঃ
অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগিনা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৮ মে) হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।
আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. মশিউর রহমান রাহাত।
এর আগে গত ২৯ এপ্রিল তুহিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করলে শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালত। নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য তুহিন খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামের ছেলে।
Facebook Comments Box